শরীফ এলাহী
এক কাপ চা
কারো অপেক্ষায়
কারো ঠোঁটের উষ্ণ
আলিঙ্গনের প্রতিক্ষায়।
গোল টেবিল স্নিগ্ধ সকাল
গভীর অরণ্য
বিরাটকায় গাছ
থমকে দাঁড়ানো
পাতা ঝরা বৃক্ষের পাতা
গুলো পরার মর মর আওয়াজ।
দুজন এক টেবিলে বসে
একটি গরম চায়ের কাপে
চুমুক দিবো
ভরপুর ভালোবাসায়
পাশে বয়ে যাওয়া নদী
পাখির কলকাকলি কূলকূল ধ্বনি
শান্ত নদী শান্তি আনে
এক কাপ চা মনে তৃপ্তি আনে।