মোঃ সাখাওয়াত হোসেন খান
যেখানে ফ্যাসিবাদীরা মানুষের
বাকস্বাধীনতা হরণ করে।
স্বাধীনতা বলতে কিছুই থাকে না।
সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার
নামই স্বাধীনতা।
বাঙালির স্বাধীনতা যুগে যুগে ভুলুণ্ঠিত
হয়েছে হচ্ছে, সর্বশেষ জুলাই/২৪
আন্দোলন তার প্রমাণ।
আমাদের এই বাংলাদেশ এক সাগর
রক্তের বিনিময়ে যুগে যুগে ত্রিশ
লক্ষাধিক মানুষের প্রাণের বিনিময়ে,
বহু মা-বোনের ইজ্জতের বিনিময়ে
অর্জিত স্বাধীন বাংলাদেশ।
যুগে যুগে পরাধীন হয়ে যায় আবার
রক্ত দিয়ে স্বাধীনতা ফিরে পাই।
এভাবে বারবার নতুন নতুন রূপে
বাংলাদেশ ফিরে আসে।
তাই আমি মনে করি জুলাই/২৪ ছাত্র
জনতার বিপ্লব এর মাধ্যমে আমরা
আবার নতুন বাংলাদেশ পেয়েছি।