এম.কে.এস মহিউদ্দিন,
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার সামনে ইউ-টার্ন এলাকায় ট্রাক চালকদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে ডাকাতি। প্রতিনিয়ত এখানে চালক ও সহকারীদের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।
এই এলাকায় একদিকে ফ্রেশ সিমেন্ট, টাইগার সিমেন্ট, আনন্দ শিপিংসহ বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং অন্যদিকে হোলসিম সিমেন্ট, বসুন্ধরা, মাগুরাসহ প্রায় ৫০টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। ফলে প্রতিদিন হাজার হাজার ট্রাক মেঘনা সেতুর নিচে ইউ-টার্ন নিয়ে চলাচল করে।
দিনের বেলা তুলনামূলক নিরাপদ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। সংঘবদ্ধ ডাকাত চক্র সুযোগ বুঝে চালক ও সহকারীদের ওপর হামলা চালিয়ে তাদের মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও ট্রাকচালকরা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকায় ডাকাত দল নির্বিঘ্নে এসব অপরাধ ঘটিয়ে যাচ্ছে। তারা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা অনতিবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছে, যাতে ট্রাক চালকরা নির্ভয়ে চলাচল করতে পারে এবং শিল্প এলাকার পরিবহন ব্যবস্থায় কোনো বিঘ্ন না ঘটে।