কারিমা খাঁন দুলারী,খুলনা জেলা ফুলতলা।
আদর সোহাগে ভরে দিও
এ মনের বাসনা কামনা,
ভালোবাসা ছাড়া জীবনে
চাই না দেনা পাওনা।
দুটি মন হয় যদি মোদের
বীণি সুতায় গাঁথা,
কি করে তুমি দিবে বলো
মোর হৃদয়ে ব্যথা।
শুনতে নাহি পাও ঐ পিয়ানো
যে হৃদয়ে বাজে সুর,
অদৃশ্য বোবা কান্না ঝরে
হয়ে বেদনা বিদুর।
কেনো ভালোবাসা হারিয়ে যায়
হারায় না তাঁর স্মৃতি,
মনের মনিকোঠায় খেলা করে
উদাস হয়ে অনুভূতি।
বুক ভরা যে আবেগ অনুভূতি
যায় না কাউকে বলা।
অধির হয়ে ভেবে চাতকের মতো
কেটে যায় তার বেলা।
হৃদয় আকাশে মেঘ জমে
হয় কম্পন প্রলয় ঝড়,
ভালোবাসা হারিয়ে গেলে
করে শুধু হাহাকার।
আসক্তিতে জ্বলে পুড়ে বুক
হয় হৃদয়ে রক্ত ক্ষরণ,
বেঁচে থেকে আজীবন
মনে হয় জীবন্ত মরণ।