আবুল কাশেম, টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কালিয়ান দক্ষিণ পাড়ার স্থানীয় বাসিন্দা মজনু মিয়ার ছেলে জুয়েল (৩১) কে দেশীয় অস্ত্র বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার নিজ স্ত্রী তানিয়া।
গতকাল ৪ঠা এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১.০০ টায় এ ঘটনা ঘটে।
জানা যায় গতরাত এক ঘটিকার দিকে তানিয়া তার স্বামী জুয়েলকে খুন করার পর লাশ গুম করার জন্য ঘরের ভিতর থেকে টেনে হিঁচরে উঠানে বের করার সময় বাড়ীর অন্য সদস্যরা দেখে ফেলে। পরে স্থানীয় জনতা তানিয়াকে আটকে রেখে সখিপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসে এবং তানিয়াকে গ্রেফতার করে। নিহতের লাশ পোস্ট মর্টেম রিপোর্টের জন্য টাংগাইল জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ডটি ঘটেছে।
এই দম্পতি প্রেম করে বিয়ে করেছিলো। তাদের তিনটি সন্তান রয়েছে।