মান্দা, নওগাঁ প্রতিনিধি
ফিলিস্তিনের উপর চলমান ইসরায়েলি দমন-পীড়নের প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক। তারই ধারাবাহিকতায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার ৫নং গনেশপুর ইউনিয়নের সতিহাট বাজারে “ইসরায়েলি পণ্য বয়কট করুন, দেশি পণ্য ব্যবহার করুন” স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ ও লাগানোর কর্মসূচি পালিত হয়।
এই কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্রদল কর্মী তানভির ইসলাম। তার পরিচালনায় বাজারের বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট লাগানো হয় এবং সাধারণ জনগণকে দেশি পণ্যের প্রতি উৎসাহিত করা হয়।
এ ধরনের উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়েছে, এবং অনেকেই এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।