সজীব রহমান স্টাফ রিপোর্টারঃ
মান্দার তালপাতিলা মাদক সেবনকালে ২ মাদক সেবীকে গাঁজা সহ আটক করেছে স্থানীয়রা।
১১ই এপ্রিল ২৫ ইং রোজ শুক্রবার আনুমানিক রাত ৮ টার দিকে মান্দা উপজেলার ১৩ নং কসব ইউনিয়নের তালপাতিলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,তালপাতিলা ডাঙ্গাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার ,ও চকরামপুর উত্তর পাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে আশাদুল ইসলাম।
স্হানীয়রা জানান, অনেক দিন যাবৎ তারা মাদক সেবন করে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে তাদের জন্য এলাকায় বগাটে ও মাদক সেবীদের আনাগুনা বেড়েই চলেছে। এরি পরিপেক্ষিতে আজ তাদের আটক করে পুলিশে দিয়েছে স্হানীয় জনতা।
তারা আরো বলেন যারা মাদক সেবক করবে তাদের প্রতিহত করতে হবে নতুবা যুব সমাজ ধ্বংস হয়ে যাবে তাই মাদকের বিরুদ্ধে সবাই কে সচেতন হতে হবে।
এ ব্যাপারে মান্দা থানার ওসি মুনছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠিয়েছি এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।