রিপোর্টার ,সমরেশ রায় ও সম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ১২ই এপ্রিল শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এলাকায়, পর পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ায় , জীবিত মায়ের শ্রাদ্ধ করলেন সাত বছরের ছোট ছেলে, ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনার দরখোলা এলাকায়,
মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে, রীতিমতো ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধ শান্তি করলেন।, যে কারণ উঠে এলো, প্রশ্ন করলে ছোট ছেলেটি বললেন, যতার মা অন্য পুরুষের সাথে হাত ধরে চলে যাওয়ায় আট বছরের সংসার কে পেছনে ফেলে, ছেলেটি বারবার মাকে খুঁজে বেড়াচ্ছিলেন, কিন্তু তোমাকে সেনা পাওয়ায়।
ছেলেটির মা চলে যায় ছয় এপ্রিল, মায়ের খোঁজ না দিতে পারায়, শেষমেষ এই ছোট্ট শিশুর বাড়ির লোকজন মিলে, সিদ্ধান্ত নেয় শ্রান্তি করার, তাহার মা অ্যাকসিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না, এই কথাটি বলা হয় পরিবারের লোকজনের কাছ থেকে। এর ফলে গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিল,
একদিকে বেশ কিছু মানুষজন চোখের জলে মৃত বলে দিচ্ছেন, এমনকি পরিবারের লোকজনেরাও, পরিবারের লোকেরা মেয়ের মতো ভালবাসতেন , এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন,