সাফিউল ইসলাম রকি,নওগাঁ জেলা প্রতিনিধি
পহেলা বৈশাখ—বাংলার চিরায়ত উৎসবের দিন। যখন দেশজুড়ে মানুষ আনন্দ-উৎসবে মেতে ছিল, ঠিক সেই সময়ে নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোকাহাটে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় “শাহাজাহান অটোস” নামের একটি মোটরসাইকেল ও যন্ত্রাংশের দোকান। দোকানটির মালিক তরুণ উদ্যোক্তা মো. শাহজাহান।
শাহজাহান জানান, ঘটনার দিন দুপুর ১টার দিকে দোকান বন্ধ করে মধ্যাহ্নভোজের জন্য তিনি নিজ বাড়িতে যান। কিছুক্ষণ পর হঠাৎ ফোনে খবর পান, তার দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখেন—সবকিছু শেষ। চোখের সামনে ভস্মীভূত হয়েছে তার স্বপ্ন।
তিনি আরও বলেন, দোকানে থাকা মোটরসাইকেল যন্ত্রাংশ, ব্যাটারি, অয়েল ও অন্যান্য মালামালসহ প্রায় ৫ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এই বিপর্যয়েও দমে যাননি শাহজাহান। নিজের পুড়ে যাওয়া স্বপ্নকে আবারও নতুন করে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। বললেন, “সব কিছু শেষ হয়ে গেছে—এটা সত্যি। কিন্তু এখান থেকেই আবার শুরু করব। মানুষের ভালোবাসা আর সহায়তা পেলে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে পারব।”