কারিমা খাঁন দুলারী,,,
আমি মহাবীর সাহসী বাঙালি
দুরন্ত গতিতে এগিয়ে চলি,
ঐ হিংস্র বাঘের গর্জনের থাবা
এরিয়ে বিজয়ের পতাকা তুলি।
আমি নির্মম মর্ম সংগ্রাম করে
বাঁচি অন্তহীন জীবনে অবিরত,
এই অপরূপ রঙিন পৃথিবীতে
আগের মত নেই মনুষ্যত্ব।
মোর বিদ্রোহী মনে আবেগ অনুভূতি
স্বদেশ প্রেমে হই লাশ,
ঐ রাজপথে বিদ্যালয় ক্যাম্পাসে
শত্রু জীবন করে গ্রাস।
চালাও কলম বিদ্রোহী কবিগণ
কিছুতেই মানবো না হার,
রুখে যাব যুদ্ধ করতে আমি
ভয়ে কাঁপে না মোর অন্তর।
ঐ ধ্বংসলীলা রক্তের খেলা চলে
আমি নিবো না অবসান,
শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করব
যদি যায় যাক না এ প্রাণ।
আমি বারুদের গতিতে রুখে যাই
মোর দেশ কে ভালোবাসি,
তাই তো আমি জীবন দিতে
যুদ্ধ করতে ছুটে আসি।