আব্দুর রশিদ তারেক নওগাঁ
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেছেন, শিশু শিক্ষার্থীর মনন ও শারীরীক বিকাশে ক্রীড়া ও সাংষ্কৃতিক আয়োজনের উপড় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এধরনের আয়োজনে অংশগ্রহন করতে শিশুদের অনুপ্রেরনা দিতে হবে। তবেই আজকের শিশুরা বিকশিত হয়ে আগামীর সুন্দর ভবিষ্যৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে উঠার সুযোগ পাবে।
আজ সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর জেলা পর্যায়ের ক্রীড়া, সাংষ্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এর উদ্বোধন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা শিক্ষা অফিসের আয়োজনে বেলা ১১ টা থেকে শহরের নওযোয়ান মাঠে ক্রীড়া ও পিটিআই চত্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় জানানো হয় ১৮ টি ইভেন্টে বালক ও বালিকা মিলিয়ে জেলার ১১ টি উপজেলা থেকে মোট ১০৮ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, নওগাঁ পি টি আই এর সুপারিনটেন্ডেন্ট মিরাজ হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য প্রদান করেন।
আব্দুর রশিদ তারেক
নওগাঁ