1. admin@uttorbongerkhobor.com : admin :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর বদলগাছি তে নজর কেড়েছে ১২শ কেজি ওজনের কালা মানিক “নিভৃত দীপের আলো” জমির জন্যে নিজ বাবা-মা আর চাচির হাতেই জীবন দিতে হলো নবম শ্রেনীতে পড়া জান্নাতির নওগাঁর নদী দখল ও দূষণে পরিবেশ হুমকির মুখে, সরেজমিনে পরিদর্শনে নদী রক্ষা কমিশন মান্দায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং জোতবাজার শাখার আয়োজনে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ ও ওঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁ জেলায় এবার ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা বরানগর ৯ নম্বর ওয়ার্ড যুব কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায়,‌ রবীন্দ্র জয়ন্তী উৎসব এবং শিল্পী বরণ অনুষ্ঠান। টিকটকার সমাজ সখিপুর ককটেল হামলায় দু সহোদর আহত
বিজ্ঞপ্তিঃ
সম্মানিত পাঠকগণ, সকলের প্রতি সালাম "আসসালামু আলাইকুম" আপনাদের সহযোগিতা ও ভালোবসায় এগিয়ে যাচ্ছে অনলাইন(প্রিন্ট আবেদনকৃত) ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম " উত্তরবঙ্গের খবর" সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

কালিহাতীতে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশকাল: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

শাহ আলম, কালিহাতি টাঙ্গাইল প্রতিনিধিঃ

চলচ্চিত্র নির্মাণের কৌশল, ভাবনা ও বাস্তব প্রয়োগ নিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী একটি ব্যতিক্রমধর্মী চলচ্চিত্র নির্মাণ কর্মশালা।
গত ১৯ এপ্রিল শনিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলেঙ্গা বিরতি রিসোর্টের মনোরম পরিবেশে এই কর্মশালার আয়োজন করে এস এফ প্রোডাকশনস – ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ওয়ার্কশপ। কর্মশালায় অংশগ্রহণ করেন কালিহাতী ও ঘাঁটাইল উপজেলার আশপাশের এলাকার তরুণ-তরুণী ও চলচ্চিত্রপ্রেমীরা।

এই বিশেষ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক জাকিউল হক, আন্তর্জাতিক খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতা শহিদুজ্জামান বাদল, এবং চলচ্চিত্র নির্মাতা ও সিনেমা ফটোগ্রাফার মীর সামছুল আলম বাবু।
তাঁরা চলচ্চিত্র নির্মাণের ধারণা, প্রামাণ্যচিত্র তৈরির পদ্ধতি, স্ক্রিপ্ট লেখা, চিত্রগ্রহণ ও সম্পাদনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক শাহ আলম,প্রভাষক আমিরুল ইসলাম, ঘাটাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবক নাসির উদ্দিন (নাছিম) এবং সমাজসেবিকা ইসরাত জাহান (ঝিনুক )।

কর্মশালায় সভাপতিত্ব করেন, বিএসএস অনার্স সমাজকর্ম মো. মেহেদী হাসান, ও পরিচালনায় ছিলেন এসএম সোহেব রানা,

প্রশিক্ষণ শেষে চারটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এগুলো হলো: “চাইল্ড এডুকেশন”, “নদীর অগ্রসান”, “দ্য ক্রাই অফ ওয়াটার” এবং “ভেস্টেড লাইফ”।
এই ডকুমেন্টারিগুলো সামাজিক বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ নানা চিত্র ফুটিয়ে তোলে, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া জাগায়।

সংগঠকরা জানান, ভবিষ্যতে এমন আরও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে তরুণ প্রজন্ম চলচ্চিত্র ও গণমাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন
© Developed by Borendro IT
Theme Customized By BreakingNews