মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লাখ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তারেক হোসেন (৩৬) কে,গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার (২২শে এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে নগরীর লিলি হল মোড় এলাকায় অধিদফতরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম বলেন, বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলেও আমাদের টিম তাকে আটক করতে সক্ষম হয়। আটকের পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নিজ খামার ও মার্কেট থেকে হেরোইন ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটকৃত হলো গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে তারেক হোসেন। তিনি দীর্ঘদিন ধরেই সে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে অধিদফতর।
সংস্থা বাহিনীর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাদা প্লাস্টিকের বস্তায় গম ও ভুট্টার বস্তার আড়ালে লুকানো অবস্থায় পাওয়া যায় ৮টি পলি প্রতিটি পলি প্যাকেটে ৫০০ গ্রাম করে ৪ কেজি এবং ২৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে আড়াই কেজি হেরোইন। এছাড়াও মাদক বিক্রির নগদ ১৩ লক্ষ টাকা, একটি মোবাইল ফোন ও একটি ইলেকট্রিক সিল মেশিন জব্দ করা হয়। আরোও জানান, ডিএনসি কর্মকর্তারা জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এটিকে অধিদফতরের ইতিহাসে সবচেয়ে বড় হেরোইন চালান হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানান। এ বিষয়ে অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম আরও জানান, আটক তারেক হোসেন,হেরোইন চোরাচালানের গডফাদার। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় ডিএনসির পরিচালক (প্রশাসন) মাসুদ হোসেন বলেন, “আফগানিস্তানে আফিম নিষিদ্ধ হওয়ায় এর উৎপাদন মিয়ানমারে শিফট হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত থাকায় মাদক প্রবেশের হার বেড়েছে। তবে আমরা সজাগ আছি এবং নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। একটি সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় গোয়েন্দা অফিসের উপপরিচালক জিললুর রহমান বলেন, আটক তারেক হোসেন,আমাদের দীর্ঘদিনের নজরদারিতে ছিলো। এখন থেকে তদন্ত চলবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধিদফতরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সহ প্রমুখ।