আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী শরীফের একমাত্র পুত্র ও বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীন চতুর্থ শ্রেণী স্টাফ মোঃ ইকবাল হোসেন (৫৫) দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত হয়ে কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ কাজী শাহনুর আলম এর মাধ্যমে জাতীয় কিডনি ইনিস্টিউট শেরে-ই বাংলা নগর ঢাকা সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তাঁহার দু,টো কিডনি-ই আক্রান্ত, এমতাবস্থায় রাজাপুর ডক্টরস ক্লিনিকে সপ্তাহে ২/৩ বার করে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে। তবে দ্রুত কিডনি স্থাপন করা খুবই জরুরী বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এহেনো পরিস্থিতিতে ইকবালের দুই কন্যা ও স্ত্রী-সহ স্বজনরা দোয়া প্রার্থা করেছেন দেশবাসীর কাছে।