নওগাঁ মন্ডলপাড়া, মামুন হাজীর মসজিদ হইতে দুপুর ১২ঘটিকা বাসা থেকে বের হয়ে কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না। বার্ক প্রতি*-বন্ধী বয়স ৬০ বছর গোলাপী রঙের জামা পরে ছিলো সে কানে শুনতে পারে না।দেখতে কালো, খাটো করে মহিলা গ্রাম থেকে আত্মীয় বাসায় বাড়াতে আসছে। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার : ০১৭১২৭৮০৬৩ \০১৭০৭০৩৮৭৬৮