রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
আজ ২৭শে এপ্রিল রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার ভাদুতলা এলাকায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। দাঁড়িয়ে থাকা মারুতি গাড়িতে ধাক্কা মেরে, রেলের লেভেল ক্রসিংয়ে ধাক্কা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে, আহত পরীক্ষার্থী সহ বেশ কয়েকজন বাস যাত্রী। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গলমহল লালগড় থেকে মেদিনীপুর গামী একটি যাত্রীবোঝাই বাস যাওয়ার সময় ভাদুতলা রেল স্টেশনের পাশে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা পরীক্ষার্থী নিয়ে যাওয়া একটি maruti গাড়িতে ধাক্কা মেরে বাসটি লেভেল ক্রসিংয়ে ধাক্কা মারে, পরীক্ষার্থীসহ বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শালবনী থানার পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এবং আহতদের চিকিৎসা চলছে। এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।