এলিজা আজাদ
এক সকালে তোমার সাথে দেখা
তোমাকে দেখলেই বুকের ভেতরের লেজ দোলা পাখি ফিরে পায় প্রাণ
আমরা বসি ভালোবাসার সিথানে
আমাদের তখন স্মৃতিকথন দোয়েলের নাচানাচি করে শিস দেয়ার মতো বুলি কপচায়
মিষ্টি ঝিরিঝিরি বাতাস আমাদের একলা জীবন ছুঁয়ে যায়
একসাথে বলি, প্রতিক্ষার প্রহর গুনে গুনে শোকগাথার ঝুলি বয়ে বেড়াতে বেড়াতে আমরা হাঁপিয়ে গেছি
আমাদের দ্বৈত্বসত্ত্বা ডুবে যায় ভালোবাসার শহরে
ঝিমিয়ে পড়া মাংসাশী শরীর জেগে ওঠে
বশীকরণ মন্ত্রের মতো একে-অপরকে জড়িয়ে ধরে
ভস্ম হবার পূণরায় ইচ্ছে জাগে
জাগতিক শৃঙ্খল ভেঙে আমরা এখন সম্মানিত শহরে।
#everyoneシ゚ #highlight #facebookfriendsfollowers #কবিতা #poem #viralpost2025シ #everyonehighlights #everyoneactive