বিশেষ প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁয় অবশেষে পৈত্রিক সূত্রে সিএস, এসএ, ও আরএস খতিয়ান এবং ক্রয়কৃত দলিল ও মোকাম নওগাঁর মুন্সেফী আদালতের ৭৩/১৯৫৮ বাটোয়ারা ডিগ্রী এনং বর্তমান খারিজ খাজনার মূলে পৈত্রিক সম্পত্তি ফিরে পেয়েছেন জমির মালিক জামাল মন্ডল এর ওয়ারিশগণ। এতে স্বস্থি ফিরে এসেছে জামাল মন্ডল ও ওয়ারিশগণ এর মাঝে। প্রশাসন ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার বিকেলে জমির মালিক জামাল মন্ডল এর পরিবারের পক্ষ থেকে মো: শামীম হোসেন (মুমিন) বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ওয়ারিশগণের মধ্যে আরও রয়েছেন, মোছা: সামসুন নাহার,মোছা: তাছলিমা আক্তার,মোছা: সাহারা,মোছা: জিন্নাতুন নেছা,মোছা: জোছনা বেগম ,মোছা: সাহারা বেগম,মোছা: হাওয়া বিবি এবং আলেয়া খাতুন আলো।
বিষয়টি নিয়ে কথা হলে মো: শামীম হোসেন মুমিন বলেন – মামলার মাধ্যমে আমরা আমাদের দাদার সম্পত্তি ফিরে পেয়েছি বর্তমানে খারিজ খাজনা সব করে জমিতে আমরা সাইনবোর্ড লাগিয়েছি দাগ নং- ২০,২৩,২৫ এ আমাদের ১৯ শতক সম্পত্তি পেয়েছি। আমরা আমাদের ন্যায্য দাবির প্রেক্ষিতে জমির মালিকানা ফিরে পেয়েছি। উক্ত জমি বর্তমানে আমাদের । আমলা জমিটি ভোগদখল করবো এখন থেকে নিশ্চিন্তে।
তিনি আরও বলেন, প্রশাসন তথা বিচার বিভাগ বর্তমানে স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করছে। যার ফলেই আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। যে জমি নিয়ে ঝামেলা চলছিল বর্তমানে তা আমাদের দখলে আছে। সবমিলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি।