কারিমা খাঁন দুলারী
তোমার জীবন নতুন সাজে সজ্জিত,হোক ফুলে ফুলে।
সাদা মনে কাঁদা কেনো, তুমি এসে আমায় দিলে।
থাক না তোমার জীবন, সাজানো সুন্দর পরিপাটি।
আমি যেন ঐ দহনে পুড়ে,হই স্বর্ণের মত খাঁটি।
এই হৃদয় মন দখল করে,নিয়ে ছিলে যখন তুমি।
কি যে মধুময় জীবন আমার, বিকশিত হতাম আমি।
কত যে ছিল স্বপ্ন আশা, আমার দুই নয়নে।
নির্ঘুম চাতক পাখির মত,ভাবি আমি সয়নে স্বপনে।
বীণি সুতায় বেঁধে ছিলে,মায়া মমতার ডোরে।
আজো হৃদয় আকাশে মেঘ করে,ঢেকে যায় আঁধারে।
চূর্ণ বিচূর্ণ হল বুকের পাটাতন,ঐ স্মৃতি গুলো ঘিরে।
শত কষ্টের মাঝেও তুমি,ছিলে হৃদয় মন জুড়ে।
কার প্রেমের প্রিয় হয়ে,গলায় পড়াও তুমি মালা।
বুঝতে তুমি ভালোবাসলে, প্রেমের কি দহন জ্বালা।
কার আকাশের রংধনু হয়ে, রাঙিয়ে দেও মন।
আমার জীবনে মনে হয়, বিষাক্ত এই মধুময় ভুবন।
হঠাৎ আনন্দের কথা মনে পড়ে,মুখে আসে মৃদু হাসি।
আজো সেই কথা মনে করে, আমি কত যে ভালোবাসি।
চলতে পারি না একলা আমি, তোমাকে মনে করে।
স্বপ্নের বাসর গড়ে তুমি,চলে এলে আমার দ্বারে।
তোমার ঐ মুখচ্ছবি ভেবে, আনমনে নির্জনে আঁকি।
ভাবনার সাগরে হারিয়ে আমি, সুখের বাসর দেখি।
জানি না তুমি অন্যের বুকে,আছ কতটা মেতে সুখে।
আমার কথা মনে পড়ে, যন্ত্রণা কি করে সহ্য হয় বুকে।