কারিমা খাঁন দুলারী,খুলনা জেলা ফুলতলা।
অবিরাম এ জীবনে সংগ্রাম করে,আনে পরাজয়।
কত করুন আঘাতে বক্ষ টাকে,করে দেয় ক্ষয়।
অধিরে ভেবে তিলে তিলে, নষ্ট করে জীবন।
ভেঙ্গে পড়ে হতাশ হয়ে,শুন্যতার বিষন্নতায় মন।
কত যে ভুলের সমাহার, আছে সব জীবনের খাতা ভরে।
তখন দুঃখ গুলো অশ্রু হয়ে,নুই নয়নে ঝরে।
বেদনা গুলো বিষাদ হয়ে,বুকে জমে থাকে অবিরত।
বারবার করে প্রাণের আকুতি, হৃদয়ে বাড়ে ক্ষত।
কষ্ঠের মাঝে ও আঘাত করে,মনে আবেগ অনুভূতি।
জীবনে আশা আকাঙ্ক্ষা, মুকুলে ঝরে যায় গতি।
সে ক্ষত বিক্ষত জীবন নিয়ে, কাঁদে পড়ে বেদনায়।
কখনও সুখ ফিরে পাবে না, তাঁর ভাঙ্গা এ হৃদয়।
পথ হারা পথিকের মত, নিষ্ফল দিশাহারা আর্তনাদ।
এই ভুবনে সুখের আবেশে, নেই বাঁচার আর স্বাদ।
কেউ তো দেখে ও দেখে না,মুখ ফিরিয়ে চলে যায়।
এই জীবন থমকে দাঁড়ায়, নিদারুণ সংঘাতে সুসময়।
ঐ কাতর স্বরে কষ্ঠের বীণা, আমি অবিরাম শুনি।
চাতক পাখির মত চেয়ে, আমি স্বপ্নের বাসা বুনি।
এ জীবনে কত কষ্ট ব্যথা, দুঃখের দুর্দশা ক্রন্দন।
ছিন্ন করে স্বার্থপর মানুষ গুলো,এই হৃদয়ের বন্ধন।
এ জীবন খাতার কষ্ট গুলো, প্রকাশ হয় না তো খবরে।
জীবনে বয়ে যায় ঝড় প্লাবন, তাঁর হৃদয়ের অগোচরে।
সমস্ত মানুষ চারিদিকে,করে শুধু জীবনের সমালোচনা।
জানে না সামান্য কথার কারণে,হয় পাহাড় সমান গুণা।