1. admin@uttorbongerkhobor.com : admin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা নওগাঁর বদলগাছি তে নজর কেড়েছে ১২শ কেজি ওজনের কালা মানিক “নিভৃত দীপের আলো” জমির জন্যে নিজ বাবা-মা আর চাচির হাতেই জীবন দিতে হলো নবম শ্রেনীতে পড়া জান্নাতির নওগাঁর নদী দখল ও দূষণে পরিবেশ হুমকির মুখে, সরেজমিনে পরিদর্শনে নদী রক্ষা কমিশন মান্দায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং জোতবাজার শাখার আয়োজনে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ ও ওঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁ জেলায় এবার ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা বরানগর ৯ নম্বর ওয়ার্ড যুব কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায়,‌ রবীন্দ্র জয়ন্তী উৎসব এবং শিল্পী বরণ অনুষ্ঠান। টিকটকার সমাজ
বিজ্ঞপ্তিঃ
সম্মানিত পাঠকগণ, সকলের প্রতি সালাম "আসসালামু আলাইকুম" আপনাদের সহযোগিতা ও ভালোবসায় এগিয়ে যাচ্ছে অনলাইন(প্রিন্ট আবেদনকৃত) ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম " উত্তরবঙ্গের খবর" সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

জীবন মানে যুদ্ধ

  • প্রকাশকাল: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

কারিমা খাঁন দুলারী,খুলনা জেলা ফুলতলা।

অবিরাম এ জীবনে সংগ্রাম করে,আনে পরাজয়।
কত করুন আঘাতে বক্ষ টাকে,করে দেয় ক্ষয়।
অধিরে ভেবে তিলে তিলে, নষ্ট করে জীবন।
ভেঙ্গে পড়ে হতাশ হয়ে,শুন্যতার বিষন্নতায় মন।
কত যে ভুলের সমাহার, আছে সব জীবনের খাতা ভরে।
তখন দুঃখ গুলো অশ্রু হয়ে,নুই নয়নে ঝরে।

বেদনা গুলো বিষাদ হয়ে,বুকে জমে থাকে অবিরত।
বারবার করে প্রাণের আকুতি, হৃদয়ে বাড়ে ক্ষত।
কষ্ঠের মাঝে ও আঘাত করে,মনে আবেগ অনুভূতি।
জীবনে আশা আকাঙ্ক্ষা, মুকুলে ঝরে যায় গতি।
সে ক্ষত বিক্ষত জীবন নিয়ে, কাঁদে পড়ে বেদনায়।
কখনও সুখ ফিরে পাবে না, তাঁর ভাঙ্গা এ হৃদয়।

পথ হারা পথিকের মত, নিষ্ফল দিশাহারা আর্তনাদ।
এই ভুবনে সুখের আবেশে, নেই বাঁচার আর স্বাদ।
কেউ তো দেখে ও দেখে না,মুখ ফিরিয়ে চলে যায়।
এই জীবন থমকে দাঁড়ায়, নিদারুণ সংঘাতে সুসময়।
ঐ কাতর স্বরে কষ্ঠের বীণা, আমি অবিরাম শুনি।
চাতক পাখির মত চেয়ে, আমি স্বপ্নের বাসা বুনি।

এ জীবনে কত কষ্ট ব্যথা, দুঃখের দুর্দশা ক্রন্দন।
ছিন্ন করে স্বার্থপর মানুষ গুলো,এই হৃদয়ের বন্ধন।
এ জীবন খাতার কষ্ট গুলো, প্রকাশ হয় না তো খবরে।
জীবনে বয়ে যায় ঝড় প্লাবন, তাঁর হৃদয়ের অগোচরে।
সমস্ত মানুষ চারিদিকে,করে শুধু জীবনের সমালোচনা।
জানে না সামান্য কথার কারণে,হয় পাহাড় সমান গুণা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন
© Developed by Borendro IT
Theme Customized By BreakingNews