মীর ফয়সাল নোমান
সমাজে আজ কী যে ঘটে,
বুঝতে গেলে লাগে ভয়।
বুড়ো-শিশু, তরুণ-কিশোর—
সবাই এখন একই সয়।
হাতে মোবাইল, মুখে ক্যামেরা,
চোখে শুধুই স্ক্রিনের ধাঁধা,
কে কী করল, কে কী বলল—
তারই দেখি শত রকম ব্যাখা।
নেই সেখানে জ্ঞান বা মান,
নেই হৃদয়ের কোনো কথা,
শুধুই মেকি হাসির ঝলক
আর ভিউয়ের পেছনে ছোটা।
কেউ রাস্তায় নাচে বিকট ভঙ্গিতে,
কেউ সাজে অদ্ভুত বেশে,
মনে হয় যেন ‘ভাব প্রকাশ’ নয়,
শুধুই নকল, হুল্লোড় শেষে।
কেউ বানায় কাপল ভিডিও,
দেখায় ভালোবাসার ঝলক,
আসলে তা অভিনয়ের খেলা—
ভেতরে পড়ে বিশ্বাসের ফাটল।
লাখো ফলোয়ার, কমেন্টের ঢল—
তাতেই পায় তারা দাম,
সাধারণ মানুষ হারায় গুরুত্ব,
হারায় চিন্তা, হারায় নাম।
খেলাধুলা, গল্প, প্রকৃতি—
সবই যেন ফেলে গেছে,
ডিজিটালের এই নেশায়
মানুষ মানুষ ভুলে গেছে।
তাই বলি, ভাই, এই সমাজ
ফিরে পাক তার ব্যালান্স,
টিকটক নয়, হৃদয়ের কথা
হোক জীবনের অ্যাপ্লিকেশন।