টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের সখিপুরে ককটেল হামলায় মাসুম পারভেজ (৫০) এবং মঞ্জুর মোর্শেদ (৪৩) নামে দুই সহোদরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় তৈলধারা বারো মন্ডুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই সহোদর ওই গ্রামের আবু সাইদ মেম্বারের ছেলে। এ ঘটনায় রাতেই হত্যা চেষ্টার অভিযোগ এনে আহতদের বাবা আবু সাইদ মেম্বার বাদী হয়ে হামলাকারী একই ইউনিয়নের গড়বাড়ী গ্রামের আবদুল কদ্দুছের ছেলে আসাদুল ইসালাম (৫০) তার ছোট ভাই মোশাররফ হোসেন (৩৮) এবং তৈলধারা বারোমন্ডুলিয়া গ্রামের আবুল কাশেমর ছেলে ইমরুল হাসান ইমনকে (২৫) আসামী করে মামলা করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাহ্ আলম বলেন, সন্ধ্যা রাতে উপজেলার তৈলধারা বাজার এলাকায় মাসুৃম পারভেজের ছেলে সনেটের সাথে আসাদুল ইসলাম ছোটভাই মোশারফ হোসেনের প্রাইভেটকার আর মোটরসাইকেলের সাইট দেয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে আসাদুল ইসলাম ও তার ভাই মিলে প্রথমে সখিপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের উত্তরামোড়ে মাসুম পারভেজের বাসায় হামলা করে।