তাসনিম মীম
নিভৃত সন্ধার দীপ যে তুমি
ঘরের কোণে জলে নীরব আলো,
তোমার ছায়ায় ক্লান্তি মুছে যায়
চোখের জলও হাসি খুজে পায়।
তুমি ছিলে আলো আর আমি ছায়া
তোমার পায়ে পায়ে হেঁটে শিখেছি চলা,
জগতের রুক্ষতা যখন করত আঘাত
তোমার কোলটাই ছিল সবচেয়ে নিরাপদ।
মা,তুমি আমার সুখ দুঃখের সারথি,
আমার চলার পথের আলোর দিশারী।
আমার দিবারাত্রির কাব্য,
তোমার রহস্যময়ী মায়াবতী হাসিতে মুছে যায়
আমার সকল দুঃখ।
মা, তুমি জানো আমার ব্যথার মানচিত্র,
জীবনে প্রতিটি দহন তোমার কাছে লিখিত।
চোখের পাতায় জমে থাকা জলের ভাষা ,
অবলীলায় বুঝে যাও তুমি আর দিয়ে যাও
আমায় নিঃশ্বাসের আশা।
আমার অসুস্থতায় থাকো তুমি পাশে,
যেন রাতের জোনাকি আর মিটিমিটি তারাদের ছদ্মবেশে। নির্জন রাতে মা, তুমি আমার একান্ত সাথী।
শুভ্রতার চাদর মোড়ানো এক নীরব বাতি।
মা, তুমি আমার জান্নাতের দরজা,
তোমার পায়ের তলায় বেহেশতের সুর ধারা।
তোমার ভালবাসার অমৃতের পূর্ণ হোক আমার জীবন তোমার দোয়ায় মিলুক অশেষ শান্তি, আলোর অন্বেষণ।।