কবি মোঃসাখাওয়াত
হোসেন খান
ছুঁয়ে দিলাম ছুটির দিন
ছুটি তোমায় ভুলতে,
তোমার নিমন্ত্রণে রঙিন
হৃদয় ভেঙ্গে দুলতে।
ঠেলাঠেলির গুলিস্তানে
কেনাকাটায় পড়ে ধুম
ঈদের খুশি দেশের টানে
নতুন পোশাকে চুম।
মানুষের জীবন নিয়ে
রমজানের রোজার শেষে
নাজাতের বারাকাত
ঈদের নামাজ বিশ্বাসে।