ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে যুবদল নেতা আনিসুর রহমানের বাড়ি থেকে রাতের আধাঁরে ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ধামইরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জয়জয়পুর এলাকা থেকে এ চুরির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী ওই যুবদল নেতার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, জয়জয়পুর এলাকার মৃত আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আনিসুর রহমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে বাড়ির মেইন গেটের তালা ভেঙ্গে শনিবার রাতে চোর চক্র গোয়ালে থাকা ১টি গাভি গরু ১টি বড় বকনা গরু এবং ১টি বাছুর গরু চুরি করে নিয়ে যায়। চোরচক্র চুরি যাওয়া গরু গুলো একটি মিনি পিকআপ যোগে তাদের হেফাজতে নিয়ে যায়। এমন ঘটনা এখন প্রায় এলাকায় ঘটছে। এতে করে সাধারণ মানুষ এবং খামারিরা রয়েছে চরম আতঙ্কে। দ্রুত প্রশানরে নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসিদের।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, পুলিশ বিভিন্ন এলাকায় রাতে নিয়মিত ডিউটি পালন করে থাকেন। পুলিশের পক্ষে থেকে সব এলাকায় নজরদারী করা সম্ভব নয় চোরদলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিত ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলার হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গৃহবধূর পিতা বাদি হয়ে থানায় মেয়ের জামাই মো. ইসতিয়াক আহমেদ, মেয়ের শ্বশুর আব্দুল জলিল ও শ্বাশুড়ি রিনা বেগম এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল এলাকার নবিবর রহমানের মেয়ে শোভা আক্তার (২৩) এবং হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ইসতিয়াক আহমেদ (২৭) এর সহিত পারিবারিক ভাবে বিবাহ হয়। বর্তমানে ওই দম্পত্তির ঘরে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। মেয়ের বিয়ের পরে মেয়ের বাবা নবিবর রহমান তার মেয়ে জামাইকে নগদ ১লক্ষ ৩০ হাজার টাকা এবং আরো ১লক্ষ টাকা মুল্যের ঘরের বিভিন্ন আসবাবপত্র দিয়ে থাকে। এমন্তবস্থায় তারা আবারো মেয়ের বাবার নিকট ২লক্ষ ৫০ হাজার টাকা দাবি করলে অসহায় মেয়ের বাবা নবিবর রহমান তা দিতে অপারগতা স্বীকার করেন। তারই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে বেধরক মারধর করে। মেয়ের নির্যাতনের খবর পেয়ে মেয়ের বাবা ঘটনাস্থলে গেলে মেয়ে জামাই তার শ্বশুর নবিবর রহমানকে ও মারধর করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।