1. admin@uttorbongerkhobor.com : admin :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ভিজিডি কার্ডে ৫ মাসের চাল পেতে টাকা আদায়, প্রতিবাদে বিক্ষোভ নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল নওগাঁয় ইজারাকৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহী বাগমারা’য় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন। কালিহাতীতে কৃষি অফিসের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই কৃষির প্রতি গুরুত্বারোপ আমতলী উপজেলা অন্তর্গত আঠারগাছিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ। টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা নওগাঁর বদলগাছি তে নজর কেড়েছে ১২শ কেজি ওজনের কালা মানিক “নিভৃত দীপের আলো”
বিজ্ঞপ্তিঃ
সম্মানিত পাঠকগণ, সকলের প্রতি সালাম "আসসালামু আলাইকুম" আপনাদের সহযোগিতা ও ভালোবসায় এগিয়ে যাচ্ছে অনলাইন(প্রিন্ট আবেদনকৃত) ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম " উত্তরবঙ্গের খবর" সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

কালিহাতীতে কৃষি অফিসের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই কৃষির প্রতি গুরুত্বারোপ

  • প্রকাশকাল: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ উদ্যোগের আওতায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও প্রাণবন্ত পার্টনার কংগ্রেস।

শনিবার (২৪ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এ কংগ্রেস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল খামারবাড়ীর উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম।

কংগ্রেসে আরও বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রবিউল আলম।

অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে—টেকসই কৃষি ব্যবস্থার বিস্তার, পুষ্টির মানোন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির সম্ভাবনা এবং গ্রামীণ অর্থনীতির গতিশীলতা নিয়ে নানা দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময়।

প্রানবন্ত এ আয়োজনে অংশ নেন কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, স্থানীয় কৃষক প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের সদস্যসহ কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সার্বিকভাবে কংগ্রেসটি ছিল একটি তথ্যবহুল, কার্যকর ও অনুপ্রেরণামূলক আয়োজন যা কৃষি ও গ্রামীণ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

চাইলে আমি এই সংবাদের জন্য একটি ক্যাপশন বা সোশ্যাল মিডিয়া পোস্টও তৈরি করে দিতে পার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন
© Developed by Borendro IT
Theme Customized By BreakingNews