1. admin@uttorbongerkhobor.com : admin :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁয় ভিজিডি কার্ডে ৫ মাসের চাল পেতে টাকা আদায়, প্রতিবাদে বিক্ষোভ নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচ আগামীকাল নওগাঁয় ইজারাকৃত সম্পত্তি অবৈধ দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহী বাগমারা’য় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত-২ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন। কালিহাতীতে কৃষি অফিসের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও টেকসই কৃষির প্রতি গুরুত্বারোপ আমতলী উপজেলা অন্তর্গত আঠারগাছিয়া ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ। টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা নওগাঁর বদলগাছি তে নজর কেড়েছে ১২শ কেজি ওজনের কালা মানিক “নিভৃত দীপের আলো”
বিজ্ঞপ্তিঃ
সম্মানিত পাঠকগণ, সকলের প্রতি সালাম "আসসালামু আলাইকুম" আপনাদের সহযোগিতা ও ভালোবসায় এগিয়ে যাচ্ছে অনলাইন(প্রিন্ট আবেদনকৃত) ভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম " উত্তরবঙ্গের খবর" সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী যাহরুন তাসনিম এর সাফল্য।

  • প্রকাশকাল: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মিলন বিশ্বাস খুলনা

জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী খুলনা
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫
উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা আজ ২৪শে মার্চ সকাল ১০:৩০মিনিটে বাংলাদেশ শিশু একাডেমী খুলনা এর মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয় ।
বেলা ১:৩০ মিনিটে ফল প্রকাশ হয় খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী আয়োজিত ক বিভাগে যাহরুন তাসনিম তৃতীয় স্থান অধিকার করে। আজকের অনুষ্ঠানের পুরস্কার প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়।যাহরুন পুরস্কার গ্রহণ করে খুলনা আর্ট একাডেমিতে আসে।এতে খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস মামনিকে কোলে নিয়ে অভিনন্দন জানায় এবং তাৎক্ষণিক তাকে পেন্সিল উপহার দিয়ে এই সাফল্যের উৎসাহ দেন। খুলনা আর্ট একাডেমিতে ২০২৫ সালে ভর্তি হওয়ার পরে তার ড্রয়িং দেখে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অনেক প্রশংসা করেন। সে পূর্বেও তারুণ্যের উৎসবে চিত্রাংকন বিষয়ে পুরস্কার অর্জন করেছে, দ্বিতীয়বারের মত শিশু একাডেমী থেকে পুরস্কার অর্জন করে এবং এই গুনী শিশুশিল্পী সাতক্ষীরায় থাকাকালীন সময়ে একাধিক পুরস্কার অর্জন করে।তার পিতা-মাতার কাছ থেকে এমন তথ্য পেয়ে চিত্রশিল্পী মিলন বিশ্বাস আশ্বাস দেন খুলনাতে প্রতিযোগিতা হলে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। এটাই খুলনাতে এসে দ্বিতীয় অর্জন । তার প্রাপ্তির বিবরণঃ পূর্বে শিশু শিল্পী যাহরুন তাসনিম ২০২৩ সালের এপ্রিল মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মোট ৪৬টি পুরস্কার অর্জন করেছে । এর ভিতরে ড্রয়িং, কবিতা আবৃত্তি , কোরআন তেলাওয়াত , গান, মেধা তালিকা সহ বৃত্তি । তার পিতা রুবায়েত আল ইমরান ট্রাস্ট ব্যাংকে চাকরি করেন মাতা তাবাসসুম তাসনিম অনার্স মাস্টার্স অর্থনীতিতে। চাকরি করছেন না একমাত্র সন্তানকে আদর্শ শিক্ষায় গড়ে তুলবেন সেই লক্ষ্যে। সাতক্ষীরা সদর পলাশপোল গ্রামে থাকতেন। মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার পরিকল্পনা নিয়ে খুলনায় এসেছেন। খুলনার স্বনামধন্য শিশুদের প্রতিষ্ঠান জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনে ২০২৫ সালে ভর্তি পরীক্ষায় প্রথম শ্রেণী থেকে প্রথম স্থান লাভ করে ভর্তি হয়েছে । আপনারা সবাই শিশু শিল্পীর জন্য দোয়া করবেন তার পিতা-মাতার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। পড়ালেখার পাশাপাশি এই সাংস্কৃতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারে। এমনটা প্রত্যাশা করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এরকম আরো সংবাদ পড়ুন
© Developed by Borendro IT
Theme Customized By BreakingNews